খুশির ইদেও থমথমে বগটুই, দোষীদের ফাঁসিই তাদের আনন্দ দেবে

খুশির ইদেও থমথমে বগটুই, দোষীদের ফাঁসিই তাদের আনন্দ দেবে

রামপুরহাট: আজ খুশির ইদ। রাজ্যজুড়েই তা পালিত হচ্ছে, পালন করা হল রামপুরহাটের বগটূই গ্রামেও কিন্তু সেখানে কোনও রকম উৎসবের মেজাজ ছিল না। ইদের খুশিতেও সেখানে হাসির কোনও লেশ মাত্র নেই। বরং বগটুই চাইছে দোষীদের ফাঁসি। ইদের দিন সকাল থেকে বগটুই গ্রামে উৎসব পালিত হল নিয়ম মেনে, কিন্তু কাউকে খুশি দেখা গেল না। না দেখতে পাওয়াটাই স্বাভাবিক, কারণ যে ঘটনা ঘটেছে তার স্মৃতি এখনও টাটকা সকলের মনে।

আরও পড়ুন- ‘বিধানসভায় যে ভুল বিজেপি করেছিল, তৃণমূল সেই ভুলটা করল’

পরিচিত পরিস্থিতি আজ দেখা যায়নি বগটুই গ্রামে। গোটা গ্রাম প্রায় থমথমে। কেউ প্রিয়জনের শোকে কাঁদছেন, কেউ শুধু ইদের রীতিটুকু পালন করেছেন। একমাত্র গ্রামের মসজিদ ছাড়া সব জায়গাতেই নিস্তব্ধতা। প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান হয় গ্রামে, কিন্তু এবার তা বন্ধ। গ্রামের বাসিন্দারা শুধু বিচার চাইছে। তাদের দাবি, যারা দোষী, তাদের ফাঁসি হোক। একমাত্র তার পরেই ইদ ভালো করে পালন করা হবে। তাদের কথায়, এবার তারা দুঃখের ইদ পালন করছে। যত দিন না দোষীদের শাস্তি হবে ততদিন কষ্ট তাদের কুরে কুরে খাবে। তাই ন্যায্য বিচার ছাড়া তারা আজ আর কিছুই চাইছে না।

রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূল নেতা ভাদু শেখের৷ তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি ছিলেন বগটুই গ্রামের৷ এই ঘটনার পর বগটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মৃত্যু হয় একাধিক। এই ঘটনায় তৃণমূলেরই দিকে আঙুল উঠেছে। পাশাপাশি কাঠগড়ায় তোলা হয়েছে পুলিশকেও। আপাতত ঘটনার তদন্ত করছে সিবিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =