Breaking: হেফাজতে রাখার প্রয়োজন নেই, মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন মঞ্জুর

Breaking: হেফাজতে রাখার প্রয়োজন নেই, মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন মঞ্জুর

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। জামিন পেলেন ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতির মামলায় শতরূপা ভট্টাচার্যের কাছ থেকে এমন কিছু পায়নি ইডি যে কারণে তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। যদিও তাঁকে নিয়ে বেশি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

এদিন আদালত জানিয়েছে, জামিন পেয়ে গেলেও মানিক ভট্টাচার্যের স্ত্রী রাজ্যের বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট তাঁকে জমা রাখতে হবে। এদিকে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে তাঁকে। এছাড়া তদন্তকারী আধিকারিকদের সঙ্গে নিয়োগ মামলা নিয়ে তদন্ত সহযোগিতাও করতে হবে তাঁকে। ১ লক্ষ টাকা বন্ডে এবং এইসব শর্তেই সোমবার তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, এই প্রথম নিয়োগ মামলায় জামিন পেলেন কোনও অভিযুক্ত। দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ এনেছিল ইডি। তার পরিপ্রেক্ষিতেই এক মৃত ব্যাঙ্কির সঙ্গে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট রয়েছে মানিক-পত্নীর, এই দাবি করা হয়েছিল। এদিকে গোটা বিষয়ে মানিকের পুত্র শৌভিক ভট্টাচার্যের ভূমিকা কেমন ছিল তাও খতিয়ে দেখেছিল ইডি। পরবর্তী ক্ষেত্রে মানিকের স্ত্রীকে গ্রেফতার করা হয়। 

মানিকের স্ত্রীর পাশাপাশি তাঁর পুত্র শৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করে ইডি। দু’জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। শর্তসাপেক্ষে তাঁর জামিন হয়ে গেল। এবার আগামী দিনে মানিকের পুত্র স্বস্তি পান কিনা তা দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =