আরও দৃঢ় সম্পর্ক! ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে কেউ ডাকলে ভালো লাগে’

আরও দৃঢ় সম্পর্ক! ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে কেউ ডাকলে ভালো লাগে’

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সর্বদাই চর্চায় তাঁরা৷ তাঁদের নিয়ে মানুষের আগ্রহেরও অন্ত নেই৷ সম্প্রতি ফেসবুকে নিজের নামের সঙ্গে ‘বন্ধু’ শোভনের নাম জুড়ে শোরগোল ফেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এখন তাঁর ফেসবুক প্রোফাইলের নাম বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়৷ এরপর সম্পর্কের স্বীকৃতি দিয়ে নিজের সম্পত্তি বৈশাখীর নামে করে দেন শোভন৷ তাঁদের সম্পর্ক নিয়ে যে যতই বক্রোক্তি করুক না কেন, তা নিয়ে পরোয়া করেন না শোভন-বৈশাখী৷ বরং এই সম্পর্ক নিয়ে তিনি বরাবরই খুল্লামখুল্লা বলে দাবি বৈশাখীর৷ 

আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তের দাপটে এখনই মিলবে না রেহাই, চলবে নাগারে বৃষ্টি

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে বৈশাখী বলেন, ‘‘সমাজ কী বলবে, মানুষ কী ভবছে, তা নিয়ে চিন্তিত নই৷ আমার মন যেটা বলেছে, সেটাই করেছি৷ শোভন এবং আমার সম্পর্কের সততা রয়েছে৷ মানুষ সেটা পছন্দও করে৷ অনেকের থেকেই আমরা ভালোবাসা পেয়েছি৷ পেয়েছি বড়দের আশীর্বাদ৷’ তাঁর কথায়, ‘‘সমাজ অনেক এগিয়ে গিয়েছে৷ কিন্তু কিছু মানুষ পিছিয়ে পড়া চিন্তাভাবনাকে আঁকড়ে রেখেছেন৷ তাঁরাই সমাজকে এগিয়ে যেতে দিচ্ছে না৷’’ তবে তাঁর দাবি, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে৷ সেই সঙ্গে বৈশাখী আরও বলেন, কেউ যখন আমাকে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে ডাকেন, আমার শুনতে ভালো লাগে৷ 

 

অন্যদিকে, কিছু দিন আগে  রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন বৈশাখী বন্দোপাধ্যায়৷ বিধায়কের হুমকিতে তিনি আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত বলে মন্তব্য করেন শোভনের ‘বান্ধবী’৷ বৈশাখী বলেছিলেন, প্রকাশ্য সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে কথা বলছেন তিনি৷ ল্যাম্প পোস্টে বেঁধে স্বামী সহ আমাকে পেটানোর কথা বলছেন৷ বৈশাখীর বক্তব্য, ‘‘জনপ্রতিনিধি হওয়ার পরেও উনি হিংসায় উস্কানি দিয়ে বলছেন বৈশাখী ও বৈশাখীর স্বামীকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাও৷’’ তবে এর পরেও তিনি যে শোভনের হাত ছাড়বেন না তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =