আদিবাসী সংগঠনের ডাকা বনধের প্রভাব জঙ্গলমহলে, একাধিক জেলায় অবরোধ

আদিবাসী সংগঠনের ডাকা বনধের প্রভাব জঙ্গলমহলে, একাধিক জেলায় অবরোধ

কলকাতা: ইতিহাস বিকৃত করে বদনাম করার চেষ্টা হচ্ছে, আদিবাসীদের তফসিলি উপজাতিভুক্ত করার যড়যন্ত্র করছে কুড়মিরা! এই অভিযোগ তুলেই জঙ্গলমহলে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। বৃহস্পতিবার সকাল থেকেই বনধের ভালোমতো প্রভাব পড়েছে জঙ্গলমহলের একাধিক জেলায়। জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। 

আদিবাসীদের ১২টি সংগঠন মিলিতভাবেই এই বনধের ডাক দিয়েছে। ঝাড়গ্রাম জেলায় ১৬টি জায়গায় পথ অবরোধ হয়েছে, অন্যদিকে বাঁকুড়া জেলায় ৪০টিরও বেশি জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট অভিযোগ, কুড়মিদের সরকার চক্রান্ত করে তফসিলি উপজাতি ভুক্ত করতে চাইছে। এই বিষয়টি কখনই মেনে নেওয়া যায় না। তাই তার তীব্র প্রতিবাদ জানান হচ্ছে। যদিও এই বনধে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে বলেই জানান হয়েছে। বিভিন্ন জায়গায় সবজি বাজার, মাছবাজার-সহ রাস্তার ওপরের সমস্ত দোকান বন্ধ হলেও খোলা আছে ওষুধের দোকান, দুধের দোকান। অ্যাম্বুলেন্স চলাচলে কোনও বাধা নেই।