মানকুণ্ডু: বিজেপির ডাকা ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধ’কে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে৷ এবার উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার মানকুণ্ডু স্টেশনে। বিজেপি কর্মীরা রেল অবরোধ করায় বেশ কিছু ক্ষণ স্টেশনে আটকে থাকে ডাউন এবং আপ লাইনের ট্রেন। পুলিশ এসে বিক্ষোভকারীদের হটাতে গেলে শুরু হয় গন্ডোগোল। ধুন্ধুমার-কাণ্ড বেঁধে যায় দু’পক্ষের মধ্য়ে। রেল লাইনের উপর থেকে বিজেপি কর্মীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে৷ ছোড়া হয় কাঁদানে গ্যাস৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷
উত্তেজনা ছড়ায় কোচবিহারেও৷ সকাল ১০টা পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছ। তাঁদের মধ্যে দু’জন বিজেপি বিধায়ক রয়েছেন বলেও খবর৷ তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এবং কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে-কে প্রথমে আটক করা হলেও, পরে তাঁদের গ্রেফতার করা হয়৷