আফগানিস্তানে বাংলার কেউ আটকে নেই তো? জানার চেষ্টায় নবান্ন

আফগানিস্তানে বাংলার কেউ আটকে নেই তো? জানার চেষ্টায় নবান্ন

কলকাতা: কাবুলিওয়ালার দেশ এখন তালিবানের দখলে। আফগানিস্তান জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর গোটা বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ। একে একে বহু আফগানি কোনরকমে দেশ ছেড়েছেন আবার কেউ শত চেষ্টা করেও পারেননি। বিশেষ বিমান করে একাধিক ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। তবে এবার আফগানিস্তান ইস্যুতে পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলার কেউ আটকে নেই তো আফগানিস্তানে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রশাসনের মাথায় তাই সেই প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে নবান্ন। 

আরও পড়ুন- তালিবানদের ভয় পান না! প্রাণ গেলেও মন্দির ছাড়বেন না হিন্দু পুরোহিত

জানা গিয়েছে, আফগানিস্তানের কোন বাঙালি আটকে রয়েছেন কিনা তা জানতে জেলাশাসকের নির্দেশ দিয়েছে নবান্ন। কেউ যদি আটকে থাকেন তাহলে তার নাম এবং ঠিকানা সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে আফগানিস্থানে কোনো বাঙালি আটকে নেই বলেই জানা যাচ্ছে। তবে নবান্ন জানাচ্ছে, বাংলার কোনো ব্যক্তি যদি কাবুল বা আফগানিস্তানের অন্য কোনও জায়গায় আটকে পড়েন আর সেই তথ্য যদি তারা পান তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও যদি কোনো আফগান নাগরিক থাকেন তাহলে তার সুবিধা-অসুবিধার দিকেও নজর রাখতে বলা হয়েছে নবান্নের তরফে। এদিকে ইতিমধ্যেই আফগানিস্তান থেকে বায়ুসেনার বিমানে দেশে ফিরেছেন ভারতের ১২০ জন। প্রথম দফায় আনা হয় ৪৫ জন ভারতীয়কে। দ্বিতীয় দফায় দেশের ফিরেছেন ১২০ জন যাত্রী। 

উল্লেখ্য, গতকাল আফগানিস্তান ইস্যু নিয়ে নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আটকে পড়া ভারতীয়দের কী ভাবে দেশে ফেরানো হবে তাই নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে ইতিমধ্যে প্রায় ১,৭০০ ভারতীয় দেশে ফেরার আবেদন জানিয়েছে এবং তাদের উদ্ধার করতে চার্টার্ড বিমান ভাড়া করার পরিকল্পনা করছে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =