দার্জিলিং: জম্মু-কাশ্মীরে ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ৷ জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। সেনার এক অফিসার সহ শহিদ হন চার জওয়ান।
জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন শহিদ হয়েছেন তাঁরা। সোমবার রাতের ডোডা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের ধরি গোটে উরারবাগিতে সেনা ও জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা যৌথ কর্ডন ও তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তখনই এনকাউন্টার শুরু হয়। গুলি বর্ষণ চলে। সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করছিল। তখনই এক বীর জওয়ানের নেতৃত্বে সাহসী জওয়ানরা ধাওয়া করে তাদের। রাত ৯টার দিকে ফের গুলির লড়াই শুরু হয়। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় জঙ্গি হামলার পরে হাই অ্যালার্টে রয়েছে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী।