কোনও বাধা নেই, নির্ধারিত সূচি মেনেই ভবানীপুর ভোট, নির্দেশ হাইকোর্টের

কোনও বাধা নেই, নির্ধারিত সূচি মেনেই ভবানীপুর ভোট, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ভবানীপুরে উপনির্বাচন হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল আইনি জটিলতি৷ তবে ভবানী উপনির্বাচন করাতে কোনও বাধা নেই বলেই মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সূচি মেনেই ভবানীপুরে উপনির্বাচন হবে৷ 

আরও পড়ুন- ‘তৃণমূল করিস’? হুমকি দিয়ে রাতের ভবানীপুরে দাপিয়ে বেরাল কোলা গাড়ি!

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ তাদের রায়ে স্পষ্ট জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হতে কোনও বাধা নেই৷ এর কারণ হিসাবে বলা হয়েছে, নির্বাচনের উপর স্থগিতাদেশ চেয়ে বা নির্বাচন বন্ধ করা হোক, এমন কোনও দাবি জানিয়ে মামলা করা হয়নি৷ ফলে ভবানীপুরে উপনির্বাচন করতে কোনও রকম অসুবিধা নেই৷ 

তবে আইনজীবীরা জানাচ্ছেন, ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা পরবর্তী ক্ষেত্রে যদি মনে করেন তাঁদের সঙ্গে কোনও রকম অন্যায় হয়েছে বা তাঁরা সুযোগ সুবিধা পাননি, সেক্ষেত্রে তাঁরা ইলেকশন পিটিশন দাখিল করতে পারেন৷ সেই সুযোগ তাঁদের সামনে থাকবে৷ 

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তার ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদকে ঘিরেই এই মামলা গড়ায়৷ ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতী করবেন৷ এই কেন্দ্রে ভোট না হলে এবং তিনি জিতে আসতে না পারলে সাংবিধানিক সংকট তৈরি হবে৷ তাই এই কেন্দ্রে উপনির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি৷ 

অন্যদিকে, মুখ্যসচিবের বক্তব্য খতিয়ে দেখে ৭ নম্বর অনুচ্ছেদে কমিশনের তরফে বলা হয়েছিল, ভবানীপুরে উপনির্বাচনের ক্ষেত্রে তাদের সম্মতি রয়েছে৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হবে৷ মামলাকীরদের দাবি ছিল, বিজ্ঞপ্তি থেকে ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়া হোক৷ ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার জেরে নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছিল৷ তবে ভোটের ৪৮ ঘণ্টা আগে আদালত জানিয়ে দিল ভবানীপুরে ভোট করাতে কোনও বাধা নেই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =