‘কাঁচা বাদাম’-এর পর ‘আমার নতুন গাড়ি’, ফের গান বাঁধলেন ‘বাদাম কাকু’, ঝড় উঠছে নেটপাড়ায়

‘কাঁচা বাদাম’-এর পর ‘আমার নতুন গাড়ি’, ফের গান বাঁধলেন ‘বাদাম কাকু’, ঝড় উঠছে নেটপাড়ায়

কলকাতা:  ‘কাঁচা বাদাম’ গানে মিলেছে জগতজোড়া খ্যাতি৷ বদলেছে জীবন৷ তাই তো দিন কয়েক আগে শখ করে একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর৷ স্টিয়ারিং-এ হাত রেখে শিখছিলেন গাড়ি চালানো৷ কিন্তু হঠাৎই ছন্দপতন৷ তাঁর গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি দেওয়ালে৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ‘বাদাম কাকু’৷ তবে তিনি যে দমিবার পাত্র নন! সুস্থ হয়ে বাড়ি ফিরতেই বেঁধে ফেললেন নতুন গান৷ তবে এবার বিষয় কিন্তু বাদাম নয়, বরং গাড়ি৷ গলা ছেড়ে গাইলেন ‘নতুন গাড়ির ড্রাইভার হতে শখ যে করি..’৷

আরও পড়ুন- প্রধান শিক্ষকের ঘুসিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

সম্প্রতি তিনি যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, সেটাই হয়ে উঠেছে তাঁর নতুন গান বাঁধার অনুপ্রেরণা৷ কী ভাবে দুর্ঘটনা ঘটল, গানের কলিতেই সে কথা বুঝিয়ে দিয়েছেন ‘কাঁচা বাদাম’-এর স্রষ্টা৷ সেই সঙ্গে এটাও বলেছেন, তাঁকে বাঁচিয়েছেন গৌর-হরি৷ গায়ে হলুদ পাঞ্জাবী, চোখে কালো চশমা পরে আরও একবার সোশ্যাল মিডিয়া কাঁপাতে এবার ভুবন নিয়ে এসেছেন ‘আমার নতুন গাড়ি’৷ যা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে৷ 

শুক্রবার বোলপুরের একটি রিসর্টে এসেছিলেন বাদাম কাকু৷ সেখানে গোধুলিবেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর গানের কপি রাইটের জন্যে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন গোধুলিবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষ৷ বোলপুরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে  ‘ড্রাইভার হতে শখ যে করি’ গানটি গেয়ে শোনান ভুবন৷ সেই সঙ্গে ‘আমি সেলিব্রিটি’ মন্তব্যের জন্যে ক্ষমাও চেয়ে নেন তিনি৷ 

ভুবন

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভুবন বলেছিলেন, ‘‘আমি সেলিব্রিটি। আর বাদাম বিক্রি করব না।’’ তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়৷ বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায়৷ অনেকেই বলতে শুরু করেন, এই ‘অহঙ্কার’ই ভুনের ‘পতনের কারণ’৷ কেউ কেউ আবার রানু মণ্ডলের সঙ্গেও তাঁর তুলনা করেন। সেই বিতর্কের আঁচ পেয়েই নিজের মন্তব্য থেকে সরে এলেন ভুবন৷ ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, ‘‘আমি সেলিব্রিটি কথার মানেই বুঝি না। মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষ চাইলে আমি আবার বাদাম বিক্রি করব।’’

 
ভুবনের গানের কথা ও গলাই তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছে৷ ধীরে ধীরে তিনি শিল্পীর তকমাও পেতে শুরু করেছেন৷ কলকাতায় তৃণমূলের হয়ে প্রচার থেকে দাদাগিড়ির মঞ্চ, ইমনের বসন্ত উৎসব বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে৷  দিন কয়েক আগে কলকাতার এক পাঁচতারা রেস্তোরাঁয় জমিয়ে অনুষ্ঠান করেন ভুবন বাদ্যকর’৷ উপস্থিত ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ। প্রায় সকলেই সেদিন ভুবনের গানের সঙ্গে রিল তৈরি করেন৷  মধ্যমণি অবশ্যই ‘বাদাম কাকু’৷