নানারকম চক্রান্ত করা হচ্ছে! সব অভিযোগ অস্বীকার বিভাসের

নানারকম চক্রান্ত করা হচ্ছে! সব অভিযোগ অস্বীকার বিভাসের

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত হিসেবে তাঁর নাম উঠে এসেছে। এও খবর ছড়িয়েছে যে তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। সেই বিভাস অধিকারী নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন। মঙ্গলবার তাঁর শিয়ালদহের ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তারা বেরোয়। এরপরেই একাধিক চক্রান্তের তত্ত্ব সামনে আনেন বিভাস।

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়েই কান্না, মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রিন করিডর করে স্কুলে পৌঁছে দিলেন অফিসার

বীরভূমের বাসিন্দা বিভাস নলহাটির ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। যদিও এলাকায় অত্যন্ত ধার্মিক হিসেবে পরিচিত তিনি। নিজ এলাকায় একটি আশ্রমের পাশাপাশি একটি বিএড কলেজও তৈরি করেছেন বিভাস। তবে সম্প্রতি নিয়োগ কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যায়। এরপরই ইডি তাঁর শিয়ালদহের ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল। বিভাসের অভিযোগ, কোনও রকম ঘোষণা ছাড়াই তাঁর ফ্ল্যাটটি সিল করেছিল ইডি। তাই তিনি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেটি খুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিতে সাড়া দিয়েই ইডি এদিন তল্লাশি চালায়। এরপর বিভাস দাবি করেছেন, তাঁর আশ্রমকে কালিমালিপ্ত করতেই তাঁর নামে মিথ্যে ছড়ানো হচ্ছে। অর্থাৎ তিনি দাবি করছেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।