নয়া বছরের শুরুতেই শহরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ২৪-এ পদার্পণ

নয়া বছরের শুরুতেই শহরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ২৪-এ পদার্পণ

কলকাতা: অতিমারির বাধ্যবাধকতায় অনলাইন পর্ব পেরিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফিরছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী জানুয়ারি মাসের ১৯ থেকে ২৩ তারিখ এই মেলার আয়োজন হতে চলেছে কলকাতার হেদুয়া পার্কে। মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাঁদের মূল স্লোগান ‘শক্তি খরচ করছো হেলায়, তেতে উঠলে পড়বে ঠেলায়।’

আরও পড়ুন- ‘শাহরুখ খানকে সামনে পেলে জ্যান্ত পুড়িয়ে মারব’, ‘পাঠান’ প্রসঙ্গে হুমকি অযোধ্যার সাধুর

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানান হয়েছে, অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান, কুযুক্তির বিপক্ষে যুক্তি এবং অসাম্যের বিরুদ্ধে সাম্যকে জিতিয়ে দিতেই এবং আগামী প্রজন্মের মনকে সচেতন, মানবিক এবং যুক্তিবাদী করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। ‘শক্তি খরচ করছো হেলায়, তেতে উঠলে পড়বে ঠেলায়’, এই বার্তাকে সামনে রেখেই মেলায় আয়োজন করছে তাঁরা। মেলার অংশ হিসেবে থাকছে আন্তঃ বিদ্যালয় মডেল প্রতিযোগিতা, আন্তঃ মহাবিদ্যালয় মডেল প্রতিযোগিতা, আচার্য সত্যেন্দ্রনাথ বসু অঙ্ক, বসে আঁকো প্রতিযোগিতা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফুলের প্রদর্শনী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =