ভোট প্রচারে ‘বিজেমূল’ স্লোগান ছিল বামেদের ভুল, স্বীকারোক্তি সূর্যকান্তের

ভোট প্রচারে ‘বিজেমূল’ স্লোগান ছিল বামেদের ভুল, স্বীকারোক্তি সূর্যকান্তের

কলকাতা:  একুশের বিধানসভায় একেবারে শূন্য ঝুলি৷ বাংলার ইতিহাসে এই প্রথম বাম-কংগ্রেস শূন্য বিধানসভা৷ দলের এই ভরাডুবির পর্যালোচনায় বিজেপি বিরোধিতায় ঘাটতির কথা তুলে ধরা হয়েছিল৷ সে কথা মেনেও নিয়েছেন দলীয় নেতৃত্ব৷ সেই সঙ্গে ‘বিজেমূল’ শব্দের ব্যবহারও যে ভুল হয়েছিল, তা সরাসরি স্বীকার করে নিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ 

আরও পড়ুন- ‘ইস্তফা দিতে বলা হয়েছিল’, বাবুলের মন্তব্যে দিলীপের তোপ, ‘বরখাস্ত করলে ভাল হত’?

মূলত ভোট প্রচারে বিজেপি ও তৃণমূলকে এক সারিতে রেখে বিঁধেছিল বাম নেতারা৷ তাঁরা এটা বোঝাতে চেয়েছিল যে বিজেপি ও তৃণমূলের মধ্যে সমঝোতা রয়েছে৷ এই বোঝাপড়ো বোঝাতে গিয়েই বিভিন্ন সভায় ‘বিজেমূল’ শব্দটি ব্যবহার করা হয়েছিল৷ যার সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই৷ বরং এই স্লোগান বিভ্রান্তি বাড়িয়ে তুলেছিল৷ তাছাড়াও প্রতিষ্ঠান বিরোধিতা রুখতে রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করে ও সেই সিদ্ধান্তকে ‘ছোট’ করে তাঁরা ভুল করেছিলেন বলেও স্বীকার করে নিলেন সূর্যকান্তবাবু৷  

প্রসঙ্গত, বাংলার ইতিহাসে এই প্রথম বাম-কংগ্রেস ছাড়া গঠিত হয়েছে বিধানসভা৷ এই পরাজয়ের নেপথ্যে অনেকেই সিদ্দিকুল্লার সঙ্গে জোটকে দায়ি করেছেন৷ অনেকেই আবার খামতি দেখেছে বিজেপি বিরোধিতায়৷ বিধানসভায় বিপর্যস্ত হওয়ার পরে বাম শরিক দলগুলি আবার জোট ছেড়ে বাম শরিকদের নিয়ে সংগঠনকে মজবুত করার ডাক দিয়েছে৷ এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সিপিএম কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখেন সূর্যকান্তবাবু৷ সেখানেই ভুল কবুল করেন তিনি৷ সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁদের প্রধান শত্রু বিজেপি৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে যে লড়াই চলছে আগামী দিনে তা আরও জোড়াল হবে৷ তবে তৃণমূল ক্ষমতায় এসেছে বলে তাঁদের কোনও ভুল নেই, এমনটাও যে নয়, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন৷ 

আরও পড়ুন- বাজেট দিশাহীন! স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সরকারকে একহাত শুভেন্দুর

সূর্যকান্তবাবু বলেন, ২০১৯ সালের পর থেকে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে৷ বিজেপি এবং তৃণমূল কট্টর প্রতিপক্ষ হয়ে উঠেছিল৷ এই পরিস্থিতিতে বিজেমূল স্লোগান ঠিল সম্পূর্ণ বেমানান৷ সেই সঙ্গে পায়ে চোট নিয়ে কী ভাবে মুখ্যমন্ত্রী বিজেপি মোকাবিলা করবে এই প্রশ্ন তোলাও ঠিক হয়নি৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =