কলকাতা: কয়লা পাচারকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিকাশ মিশ্র বিশেষ সিবিআই আদালত থেকে অবশেষে জামিন পেলেন। অবশ্য তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিকাশকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত তাঁকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। সেই মেয়াদ শেষের পর জামিন পেলেন বিকাশ।
কয়লা এবং গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। বিনয় এখনও পর্যন্ত পলাতক, তার খোঁজ পাওয়া যায়নি। এদিকে বিকাশের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। কিন্তু তার মেয়াদ পূরণের পর সিবিআই বিশেষ আদালতই তাঁকে জামিন দিয়েছে। এদিকে জামিন পাওয়ার পর বিকাশ জানিয়েছেন, তিনি আদালতের দেওয়া শর্ত পূরণ করবেন এবং নিয়মিত প্রতি সপ্তাহে হাজিরা দেবেন। আগেও তিনি তাই করতেন বলেই দাবি। তবে এবার নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেছেন বিকাশ। তাঁর কথায়, সিবিআইয়ের চার্জশিটে তাঁর বিরুদ্ধে কিছুই নেই। কোনও চার্জ নেই। এদিকে বেআইনি কোনও লেনদেনও তারা দেখাতে পারেনি বলেই দাবি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘দাস’ থেকে ‘বন্দ্যোপাধ্যায়’ হলেন স্কুলের হেডস্যার!” width=”853″>
আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত ১২ মে আসানসোলের সিবিআই আদালত বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। হেফাজতের মেয়াদ শেষে তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হয়। এদিনের শুনানি শেষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।