কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নির্মম খুনের মামলায় একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক এবার সিবিআই হেফাজতে৷ তদন্তের স্বার্থে সঞ্জয় রায়ের বাইকটি নিজেদের দফতরে নিয়ে এল সিবিআই।
শনিবার দুপুরে বৃষ্টির মধ্যেই একটি ম্যাটাডরে চাপিয়ে প্লাস্টিকে মুড়ে বাইকটিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নিয়ে আসা হয়। তদন্তের শুরুতেই জানা গিয়েছিল, ঘটনার রাতে ওই বাইকে চড়েই হাসপাতালে গিয়েছিল সঞ্জয়। এবার সিবিআইয়ের আতশকাচে তার সেই বাইক৷ এই বাইকটি অবশ্য আগেই বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ।
পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয় কিন্তু ‘কেপি’ (কলকাতা পুলিশ) লেখা বাইকে চেপেই বহাল তবিয়তে ঘুরে বেড়াতেন। অভিযুক্তের বাড়ির লোক, পড়শি থেকে শুরু করে তাঁর পরিচিতেরা, সকলেই তা জানতেন। এমনকি, এলাকায় ‘পুলিশ’ লেখা টিশার্ট পরেও দাপট দেখাত বলে অভিযোগ৷ পুলিশ সূত্রে খবর, এই বাইকটির সরকারি রেজিস্ট্রেশন রয়েছে। পুলিশে চাকরি না-করেও কী ভাবে কলকাতা পুলিশের জন্য বরাদ্দ সরকারি বাইক নিয়ে অভিযুক্ত ঘুরে বেরাত, কে তাকে এটি ব্যবহারের অনুমতি দিলেন, সেই সব খতিয়ে দেখতে চাইছে সিবিআই৷