বিমান-গনেশন আলোচনার কেন্দ্রে ‘ধনকড়’, বিল নিয়ে কথাবার্তা

বিমান-গনেশন আলোচনার কেন্দ্রে ‘ধনকড়’, বিল নিয়ে কথাবার্তা

কলকাতা: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন আর্থিক তছরূপ মামলায়। এই নিয়ে রাজ্য সরকার ভীষণ চাপেই আছে। এই আবহে আজ রাজভবনে রাজ্যপালের লা গনেশনের সঙ্গে সাক্ষাৎ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর এই সাক্ষাতের খবরে শুরু হয় অন্য জল্পনা। যদিও তাদের মধ্যে পার্থ ইস্যুতে কোনও আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে। কথা হয়েছে, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে।

আরও পড়ুন: অর্পিতার টাকার পাহাড়ে পার্থর হাত? কীভাবে হলেন ঘনিষ্ঠ?

সূত্রের খবর, এদিন রাজভবনে প্রায় ৪০ মিনিটের সাক্ষাৎ হয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল লা গনেশনের মধ্যে। বিধানসভায় পাশ হওয়া বিলগুলি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। পরে এও জানা গিয়েছে, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় সই না করায় যে বিলগুলি আইনে পরিণত করা যায়নি, সে নিয়েও কথা হয়েছে রাজ্যপাল-বিমানের মধ্যে। সুতরাং বোঝাই যাচ্ছে, বিধানসভার কাজ বা পার্থ চট্টোপাধ্যায় ইস্যু নিয়ে কোনও কথাই হয়নি তাদের মধ্যে।

উল্লেখ্য, এনডিএ-র তরফ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচিত করা হয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তাই আপাতত অস্থায়ী রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। বলা হয়েছে, জগদীপ ধনকড়কে তাঁরা কোনও ভাবেই ভোট দেবে না এবং বিরোধী প্রার্থী মারগারেট আলভার নির্বাচন তাদের না জানিয়েই হয়েছে, তাই তাঁরা সমর্থন করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =