টানা ৩বার অধ্যক্ষ পদে নির্বাচিত বিমান বন্দ্যোপাধ্যায়

টানা ৩বার অধ্যক্ষ পদে নির্বাচিত বিমান বন্দ্যোপাধ্যায়

 

কলকাতা:  সপ্তদশ বিধানসভায় ফের অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অধ্যক্ষ পদে বিমানবাবুর নাম প্রস্তাব করা হয় তৃণমূলের তরফে৷ প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় নতুন স্পিকারকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন৷  ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়৷

নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বিমানবাবুকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী৷ পরে বিমানবাবুকে অধ্যক্ষের আসনে নিয়ে যাওয়া হয়৷ রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতারা এই কাজ করেন৷ কিন্তু বিবোধী বিজেপি বিধায়করা অধিবেশন বয়কট করায় মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালন করেন৷ এই নিয়ে টানা তিনবার অধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন বিমানবাবু৷ বিরোধী-শূন্য সপ্তদশ বিধানসভার অধিবেশনের প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী বিমানবাবুকে শুভেচ্ছা জানান৷ নতুন ও পুরোনো বিধায়কদের বিধানসভার অধিবেশনকে আরও গুরুত্ব দেওয়ার আর্জি জানান বিমানবাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =