বিনয়ের মা-বাবা ‘নিখোঁজ’!

বিনয়ের মা-বাবা ‘নিখোঁজ’!

কলকাতা: গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা তেজ বাহাদুর মিশ্র এবং মা ললিতা মিশ্র ‘নিখোঁজ’! এমনই দাবি করল সিবিআই। তাঁদের তরফ থেকে জানান হয়েছে, এর আগে তিনবার এই মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠান হয়েছিল। মূলত বিনয় মিশ্রের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই তাঁদের নোটিশ পাঠান হয়েছিল। কিন্তু তাঁরা এই নোটিশের প্রেক্ষিতে সাড়া দেননি। এখন তাঁদের দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করছে সিবিআই। ইতিমধ্যেই তাঁদের গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে অভিবাসন দফতরকে চিঠি দিয়েছে সিবিআই। জানতে চাওয়া হয়েছে, তাঁরা কোথায় গেছিল, কবে গেছিল, ফিরেছে কিনা… এমন সব তথ্য। 

কিছুদিন আগেই গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রর মা ও বাবাকে সমন পাঠিয়েছিল সিবিআই। নিজাম প্যালেসের দফতরে তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআই জানতে পেরেছিল যে, একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বিনয় মিশ্রর মা ও বাবা। ওই সংস্থা থেকে বিনয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা জমা পড়েছে। সেই সংক্রান্ত লেনদেন ও সংস্থার আয়ের উৎস নিয়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা।  

আরও পড়ুন- স্বল্প সময়ের জন্য দোকান খুলে গুণতে হচ্ছে সম্পূর্ণ কর, প্রতিবাদে সোচ্চার বার মালিকরা

প্রসঙ্গত, দেশের ফিরতে তৈরি জানিয়েও একগুচ্ছ শর্ত রেখেছেন বিনয়৷ তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানান, প্রথমত, দেশে ফিরলেও তাঁকে গ্রেফতার করা যাবে না৷ এই মর্মে সিবিআই এবং ইডি-কে আদালতের কাছে প্রতিশ্রুতি দিতে হবে৷ দ্বিতীয়ত, বিনয়ের ভিসা সংক্রান্ত যাবতীয় সহায়তা করতে হবে৷ এই দুই শর্ত মানা হলেই দেশে ফিরবেন বিনয় মিশ্র৷ সিবিআই সূত্রে খবর, আপাতত প্রশান্ত মহাসাগরের  দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আত্মগোপন করে রয়েছেন বিনয়৷ কয়লা ও গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + two =