ভবানীপুরে ৪ ওয়ার্ডে রিগিংয়ের অভিযোগ বিজেপির! আবার ভোট চাইছে কংগ্রেস

ভবানীপুরে ৪ ওয়ার্ডে রিগিংয়ের অভিযোগ বিজেপির! আবার ভোট চাইছে কংগ্রেস

কলকাতা: সকাল থেকেই সবথেকে বেশি উত্তাপ ছড়িয়েছিল ভবানীপুর কেন্দ্র নিয়ে। কারণ এখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সকাল থেকেই একের পর এক অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন খুব একটা পাত্তা দেয়নি তাঁর কোনও অভিযোগে। এদিকে ভুয়ো ভোটার পাকড়াও থেকে শুরু করে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, ভোটার প্রভাবিত করার অভিযোগ তোলা থেকে, রিগিং, সব অভিযোগ উঠে আসছে। 

আরও পড়ুন- মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

ভবানীপুরে ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে থেকে ব্যাপক রিগিং হয়েছে বলে দাবি করছে বিজেপি। মূলত ৪টি ওয়ার্ডে রিগিং হয়েছে বলে অভিযোগ। বিজেপি জানাচ্ছে, ৭০, ৭১, ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে ব্যাপক রিগিং করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও পর্যন্ত। অন্যদিকে, ভোটের শেষবেলায় সামশেরগঞ্জে ধৃত ভুয়ো ভোটার। ১১৬ নম্বর বুথ লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে দুই নাবালককে হাতেনাতে ধরে পুলিশ। তার ভিত্তিতে কংগ্রেস ফের ভোটের দাবি জানিয়েছে সেই কেন্দ্রে। ৯টি বুথে ফের ভোটগ্রহণের দাবি তুলেছে তারা। উল্লেখ্য, বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে পড়েছে ৫৩.৩২ শতাংশ ভোট। সামশেরগঞ্জে পড়েছে ৭৮.৬ শতাংশ এবং জঙ্গিপুরে ভোটদানের হার ৭৬.১২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =