মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

কলকাতা: রাজ্যে আজ তিন জায়গায় ভোট হচ্ছে কিন্তু সবার নজর রয়েছে ভবানীপুরে কারণ সেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি ভোট দিয়ে চলে গিয়েছেন কিন্তু বিতর্কে জড়িয়েছেন ভবানীপুরের বিধানসভার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও তিনি নিজে এমন কিছু করেননি যাতে বিতর্ক হয়, বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন শোভনের ছেলে সায়নদেব।

আরও পড়ুন- হেভিওয়েট প্রার্থীর আগমণ, ভোট দিলেন মমতা

আসলে, কাকে ভোট দিচ্ছেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন সায়নদেব। ছবিতে দেখা যায় যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার কাজ আমি করেছি, দিদিকে ভোট দিয়েছি। আমার নেত্রীকে ভোট দিয়েছি। বাংলার জন্য ভোট দিয়েছি এবং ভারতের জন্য ভোট দিয়েছি।” এই পোস্ট ঘিরেই যত রকম বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ নির্বাচন কমিশনের নিয়ম যে, কে কাকে ভোট দিচ্ছেন তা এই ভাবে প্রকাশ করা যায় না আর তার থেকেও বড় কথা বুথের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ। তাই স্বাভাবিকভাবে এইভাবে ছবিও তোলা যায় না ইভিএমের সামনে। প্রায় প্রত্যেকটি নিয়ম লঙ্ঘন করেছেন রাজ্যের মন্ত্রী-পুত্র। এই নিয়ে এবার সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। ইতিমধ্যেই তারা এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। 

যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন খোদ সায়নদেব চট্টোপাধ্যায়। তিনি বলছেন কেউ বা কারা ভোট দেওয়ার সেই ছবি প্রকাশ করে আবার ডিলিট করে দিয়েছে। তিনি নিজে এই কাজ করেননি। তবে বিজেপির অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে। রাজ্যের একজন মন্ত্রীর ছেলে এই কাজটি করে করতে পারেন তাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং একই সঙ্গে সায়নের শাস্তির দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =