তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিজেপি, ঘোষণা শুভেন্দু

কলকাতা: ফি বছর ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণ সভার আয়োজন করে থাকে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আগের বারের চেয়েও ভালো ফল করেছে…

suvendu15

কলকাতা: ফি বছর ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণ সভার আয়োজন করে থাকে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আগের বারের চেয়েও ভালো ফল করেছে ঘাসফুল শিবির৷ ৪২টির মধ্যে ২৯ আসন দখল করার পর শহিদ দিবসেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। শাসক শিবিরকে পাল্টা দিতে ওইদিনই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিজেপি। রবিবার রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে সে কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।