বিজেপি প্রার্থীকে অপহরণ! আটকে রাখা হল ফ্ল্যাটে

বিজেপি প্রার্থীকে অপহরণ! আটকে রাখা হল ফ্ল্যাটে

আসানসোল: চার পুরনিগমের ভোট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত আসানসোল৷ চলেছে গুলি, ঝরেছে রক্ত৷ বিভিন্ন ওয়ার্ডে  বিজেপি নেতা-নেত্রীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ বেলা বাড়তেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে অপহরণের৷ আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডের বিজেপি  প্রার্থী মধুসূদন দে ও তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর স্ত্রী৷ জানা যায়, বেশ কিছুক্ষণ তাঁদের দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ দাবি, তাঁদের তুলে নিয়ে গিয়ে একটি ফ্ল্যাটে বন্দি করে রাখা হয়েছিল৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ 

আরও পড়ুন- কিনলেন লাল বেনারসি-পাঞ্জাবী, কালীঘাটে হবে দ্বিতীয় বিয়ে! নিজেই জানালেন মদন

শনিবার দুপুরে অপহরণের অভিযোগ লেখাতে থানায় হাজির হন মধুসূদন দে’র স্ত্রী৷  তিনি জানান, তাঁর স্বামী মধুসূদন দে ও তাঁর ছোট ছেলে শুভদীপ দে-কে অপহরণ করা হয়েছে। শনিবার সকালে, সুকান্ত ময়দান এলাকা থেকে তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে৷ যদিও বেশ কিঠু সময় পর ফিরে আসেন মধুসূদন ও তাঁর ছেলে৷ তিনি জানান, এদিন সকালে ছেলেকে সঙ্গে নিয়ে বোরো অফিসে গিয়েছিলেন৷ সেই  সময়ই তাঁদের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়৷ মহেশতলায় একটি ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় তাঁদের৷ মারধর করে কেড়ে নেওয়া হয় মোবাইল৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রয়তার অভিযোগও তুলেছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =