কলকাতা: আরজি কর-কাণ্ড ও মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা বনধে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি৷ সকাল থেকেই জেলায় বনধের প্রভাব পড়েছে৷ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে অশান্তির খবর৷ অশান্তিতে উসকানি দেওয়া, জোর করে দোকান বন্ধ করানোর মতো ঘটনার অভিযোগে বাড়ি থেকে আটক করা হয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। তবে তাঁকে আটক করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। কাউন্সিলরকে পুলিশের হাত থেকে বাঁচাত চারপাশ থেকে ঘিরে রেখেছিল প্রমীলা বাহিনী৷ অবশেষে তাঁদের সরিয়ে বিজেপি কাউন্সিলরকে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। সজল আচক হতেই প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি৷
এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে লেবুতলা পার্কে গিয়েছিলেন সজল ঘোষ৷ সেখানে গিয়ে হুমকি দিয়ে খোলা দোকানগুলি বন্ধ করিয়ে দেন তিনি। পালটা তৃণমূল কর্মীরা এসে দোকান খুলে দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে৷ হাতাহাতিও হয়।