কলকাতা: শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে। সেই কারণ তিনি ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন। তবে আজ ওই নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপি তাই এই কর্মসূচি বন্ধ করতেই সিবিআই তলব করা হয়েছে। কিন্তু তাঁর এও হুঁশিয়ারি, নবজোয়ার যাত্রা কোনও ভাবেই বন্ধ হবে না, প্রয়োজনে তিনি যাবেন কিন্তু যাত্রা বন্ধ হতে দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, শারীরিক অনেক সমস্যা নিয়ে অভিষেক এই কর্মসূচি করছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় রয়েছেন তিনি। কিন্তু বিজেপি আসলে তাঁকে ভয় পায়, তাই তাঁকে আটকাতে নোটিস পাঠানো হয়েছে বলে সরব হয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে মমতা বললেন, ‘‘নবজোয়ার নবপ্লাবনে পরিণত হবে।’’ তাঁর এও অভিযোগ, রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরেই এজেন্সির ভয় দেখানো হচ্ছে। কিন্তু তৃণমূল কাউকে ভয় পায় না, পাবেও না, স্পষ্ট করেন মমতা। একই সঙ্গে এটাও বলেন, বিজেপির মতো সিবিআই-ইডি তৃণমূলকে ভয় পায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার! পুলিশের জালে ছেলে-ভাইপোও” width=”853″>
কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের তরফ থেকে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানান হলেও কোনও লাভ হয়নি। অবশেষে আজই সিবিআই তলব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়।