গরহাজির শুভেন্দু, বিধানসভার সর্বদল বৈঠকে বিজেপি বিধায়করা

গরহাজির শুভেন্দু, বিধানসভার সর্বদল বৈঠকে বিজেপি বিধায়করা

কলকাতা: জল্পনা ছিল যে বিধানসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকবে না বিজেপির কোনও বিধায়ক। মূলত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে হবে তাই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিজেপির কার্যত বিবাদ তুঙ্গে। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছিল যে সর্বদল বৈঠকে যোগ দেবে না বিজেপি কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিধানসভার সভাপতি বৈঠকে হাজির হন বিজেপি বিধায়করা। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি বিধানসভায় ছিলেন। শুধু যোগ দেননি সর্বদল বৈঠকে।

এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে সর্বদলীয় বৈঠক হয় যেখানে শাসকদলের তরফ থেকে উপস্থিত ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অরূপ বিশ্বাস এবং সুজিত বসু সহ অনেকে। অন্যদিকে বিজেপি বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা সহ আরো অনেকে। তবে বিধানসভায় উপস্থিত থাকার পরেও সর্বদল বৈঠকে যোগ না দেওয়ায় শুভেন্দু অধিকারীকে নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও তিনি এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে সঠিক মীমাংসা না হলে তিনি বিরোধিতা বজায় রাখবেন। এখনও পর্যন্ত এই পদ নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাদানুবাদ তুঙ্গে। আর আজ সর্বদলীয় বৈঠকের শুভেন্দু অধিকারীর উপস্থিত না হওয়া সেই বিতর্কের আগুনে আরও ঘি ঢালল।

আরও পড়ুন- ক্রমশ উঠছে পর্দা, পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি দেবাঞ্জনের

আগামী ২ জুলাই থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন৷ প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনকড় এর ভাষণের মধ্য দিয়ে আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে৷ ৭ জুলাই চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। আসন্ন অধিবেশনে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড থেকে নির্বাচন-পরবর্তী হিংসার মতো বেশ কিছু ইস্যুতে বিজেপি শাসক দলকে নিশানা করতে চলেছে তা বলাই বাহুল্য৷ বিধানসভা অধিবেশনের আগে প্রথা অনুযায়ী সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন স্পিকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =