বাংলাদেশের হিংসাকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি: চন্দ্রিমা

বাংলাদেশের হিংসাকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি: চন্দ্রিমা

বারাসত: বিজেপি নেতা রাহুল সিনহার করা অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ সাফ জানালেন, ‘‘বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে৷ তৃণমূল কিন্ত তা করে না৷ কারণ, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, কোনও ধর্মের কোনও দেব দেবীর স্থান ভাঙাকে আমরা সমর্থন করি না।”

শুক্রবারই দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন করার জোরাল অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷  তারই পাল্টা হিসেবে শুক্রবার রাতে খড়দহ উপনির্বাচনে দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রচারে এসে নাম না করে রাহুলের দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন চন্দ্রিমা৷

তিনি বলেন, ‘‘আসলে বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে৷ ওরা বুঝে গেছে ত্রিপুরার ক্ষমতাও চলে যাবে৷ তাই ত্রিপুরাতে বিজেপি আমাদের ভয় পেয়েছে৷ তাই তো রাজ্যসভার মহিলা সদস্যকেও মারধর করতে ছাড়ছে না। এর তীব্র ধিক্কার জানাচ্ছি।’’ দাবি করেছেন, ‘‘সাত বছরে দেশটাকে রসাতলে পাঠিয়েছে বিজেপি৷ সব কিছুর দাম উর্ধমুখী৷ মানুষের নাভিশ্বাস উঠছে৷ এহেন অবস্থায় মানুষ মমতাকে সামনে রেখে বিকল্প ফ্রন্ট তৈরি করতে চাইছে দেশে৷ তাই মানুষকে বিভ্রান্ত করে মানুষের লক্ষ্য ঘুরিয়ে দিতেই বিজেপি বাংলাদেশের হিংসার ঘটনাকে সামনে রেখে রাজনীতি করতে নেমে পড়েছে৷ আসলে ওরা বুঝে গেছে মানুষ ওদের সঙ্গে নেই৷ তাই এসব করছে৷’’ পরিষ্কার ভাবে জানিয়ে দেন, ‘‘তৃণমূল কোনও হিংসার পক্ষে নয়, কোন মৌলবাদীদের সমর্থন করি না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =