পার্থকে জুতো ছোঁড়া শুভ্রাকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা, বিতর্কিত টুইট অমিত মালব্যের

পার্থকে জুতো ছোঁড়া শুভ্রাকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা, বিতর্কিত টুইট অমিত মালব্যের

কলকাতা: শুভ্রা ঘড়ুই। বর্তমান রাজ্য রাজনীতিতে এই নামটি এখন মুখে মুখে ঘুরছে। দক্ষিণ ২৪ পরগনার আমতলার এই গৃহবধূ শুভ্রাই মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়েছেন। যদিও তাঁর ছোঁড়া সেই জুতো পার্থর গায়ে লাগেনি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার পর শুভ্রা ঘোড়ুইকেই প্রকৃত মহিষাসুরমর্দিনীর আখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। মঙ্গলবার রাতেই ওই গৃহবধুর একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন অমিত। ভিডিওটি ট্যাগ লাইনে লেখা, ‘এই সেই মহিলা যিনি পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মঙ্গলবার সকালে জুতা ছুঁড়েছেন এবং খালি পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। ইনি হলেন প্রকৃত মহিষাসুরমর্দিনী। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের প্রতীক। তিনিই মমতাকে ক্ষ্মতাচ্যুত করবেন।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে জুতো ছোঁড়ার পরে ওই মহিলা খালি পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে মহিষাসুরমর্দিনী গান। 

মঙ্গলবার দুপুর একটা নাগাদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা শেষে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখনই তাঁকে লক্ষ্য করে পরপর দুবার জুতো ছোঁড়েন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। অন্যদিকে সাংবাদিকরা ওই মহিলাকে কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তা জিজ্ঞেস করলে তিনি জানান, রাজ্যের বেকারদের কথা না চিন্তা করে যেভাবে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন তাতেই ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন।

শুভ্রার পরিবারের দাবি, তিনি স্নায়ু রোগের সমস্যায় ভুগছেন। স্বামী পেশায় একজন শ্রমিক। শুভ্রার দুই মেয়ে, একজন দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং অপরজন পঞ্চম শ্রেণিতে পড়ছে।  মেয়েদের পড়াশোনা চালিয়ে সংসার চালানো বর্তমানে বেশ কঠিন হয়ে পড়ছে৷ সংসার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শুভ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =