যৌন ফাঁদ পেতে রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেল! গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

যৌন ফাঁদ পেতে রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেল! গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

কলকাতা: রাজনৈতিক নেতাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে সোশ্যাল মিডিয়ায় চলত দেদার কথা। তারপর ছলে বলে তাদের সকলকে যৌনতার প্রস্তাব দিতেন। ব্যস, কেউ যদি রাজি হয় তাহলেই কেল্লাফতে! ওই নির্দিষ্ট নেতাদের বিরুদ্ধে তখন তিনি আনতেন ধর্ষণের অভিযোগ। ধান্দা থাকত ব্ল্যাকমেল করে টাকা আদায়ের। হাড়োয়ার বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে যার জন্য তাকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপিরই এক নেতা ওই তরুণীর বিরুদ্ধে ‘হানিট্র্যাপের’ অভিযোগ তুলেছেন। 

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার রাখালপল্লির বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে ওঠা এই বিস্ফোরক অভিযোগ ঘিরে এখন চর্চা শুরু হয়েছে রাজ্যে। ধর্ষণের মিথ্যে অভিযোগ করে ওই নেত্রীর মেয়ে বেশ কয়েকজনের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি। তার জন্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তারা। যদিও ২৫ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হাড়োয়ার বিজেপি নেত্রী। 

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে চরম অ্যাকটিভ থাকতেন এই তরুণী। তার সঙ্গে শাসক, বিরোধী একাধিক নেতাদের কথা হত। একটি সময় পর কথাবার্তা, ছবি আদান-প্রদান করে প্রতারণার ফাঁদ পাততেন তিনি। তাঁদের বিরুদ্ধে কখনও ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা অভিযোগ তুলে মোটা টাকা আদায় করতেন। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা রাজেন্দ্র সাহা এই অভিযোগ তুলেছেন। নেতার দাবি, তাঁর বিরুদ্ধেও থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ও তরুণী। যার জেরে ২০১৯ সালে গ্রেফতার হতে হয় তাঁকে।