অর্থ তছরূপের দায়ে শ্রীঘরে বিজেপি নেতা

অর্থ তছরূপের দায়ে শ্রীঘরে বিজেপি নেতা

নদীয়া: পঞ্চায়েতের এনআরজিএ প্রকল্পের কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনার জেরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতে৷ ধৃত প্রধানের নাম রামচন্দ্র সরকার৷ পুলিশ জানিয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে গ্রাম পঞ্চায়েতের এনআরজিএ প্রকল্পের কয়েক কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন প্রধান রামচন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে৷ প্রসঙ্গত, এবিষয়ে তৎকালীন বিডিও অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন৷ তারই জেরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। প্রাক্তন পঞ্চায়েত প্রধান গ্রেফতারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার দাবি করেন, তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ওই প্রধানকে। তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে প্রধানের পদের দায়িত্ব সামলেছেন। তৃণমূলের সদস্যদের একটি অংশ তাকে প্রধানের পদে ভোটে দিয়ে নির্বাচিত করেছিলেন৷ সেই রাগ থেকেই তৃণমূলের অপর অংশ প্রতিশোধ নিতে আমাদের প্রাক্তন প্রধানকে মিথ্যে মামলায় ফাঁসাল৷ ঘটনার প্রতিবাদে এলাকায় আন্দোলন সংগঠিত করারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব৷ যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের স্থানীয় নেতৃচ্ব জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনও অভিযোগ নেই৷ বিডিও-র অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =