বিজেপি নেতাকে গুলি! উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার

বিজেপি নেতাকে গুলি! উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার

দিনহাটা: পরপর বিস্ফোরণের ঘটনায় এমনিতেই রাজ্যে শাসক দলের অস্বস্তি বেড়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার গুলিকাণ্ড বাংলায়। বাড়িতে ঢুকে এক বিজেপি নেতাকে গুলি করার অভিযোগ উঠল কোচবিহারে। ওই নেতা গুরুতর জখম অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্বাভাবিকভাবেই বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে। যদিও কোনও অভিযোগ মানতে চাইনি শাসক দল। ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপের পারদও বাড়তে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। 

কোচবিহারের দিনহাটার পুঁটিমারি এলাকায় বাড়ি ওই বিজেপি নেতার। এদিন দুপুরের কিছু পর আচমকা কয়েক জন বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় ওই নেতাকে হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকেরা। কোচবিহার জেলা বিজেপির তরফ থেকে বলা হয়েছে, তৃণমূলের পালিত গুণ্ডারা এই কাজ করেছে। এদিকে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কে বা কারা এই কাজ করেছেন তাদের দ্রুত পাকড়াও করা হবে। কিন্তু বিজেপির এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল।