মধ্যরাতে ‘তোলাবাজি’র প্রতিবাদ জানিয়ে পুলিশি হুমকির মুখে কৌস্তভ!

কলকাতা: তোলাবাজির প্রতিবাদ করতেই হুমকির মুখে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী।রাস্তায় গাড়ি থামিয়ে তোলা আদায়ের অভিযোগ সরব হন প্রাক্তন কংগ্রেস নেতা৷ অভিযোগ, খড়দহের কাছে…

koustav3

কলকাতা: তোলাবাজির প্রতিবাদ করতেই হুমকির মুখে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী।রাস্তায় গাড়ি থামিয়ে তোলা আদায়ের অভিযোগ সরব হন প্রাক্তন কংগ্রেস নেতা৷ অভিযোগ, খড়দহের কাছে এক পুলিশকর্মী এই কাজ করে চলেছেন৷ প্রতিবাদ জানাতেই  প্রকাশ্য রাস্তায় তাঁকে শাসান ওই পুলিশকর্মী৷ বিজেপি নেতার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলেও অভিযোগ। গোটা বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কৌস্তভ। সেই সঙ্গে ওই পুলিশকর্মীর সঙ্গে তাঁর কথোপকথনও ফাঁস করে দেন। থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর কড়া বর্তা- এর ‘শেষ দেখে ছাড়ব’৷