কোকেন কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন BJP নেতা রাকেশ সিং

কোকেন কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন BJP নেতা রাকেশ সিং

কলকাতা: অবশেষে কোকেন কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং-এর জামিন মঞ্জুর। ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে তাঁর  জামিন মঞ্জুর করা হয়েছে৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। শর্ত সাপেক্ষে রাকেশের জামিন মঞ্জুর করা হয়েছে৷  

আরও পড়ুন- পুরভোট ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, কড়া নিরাপত্তায় চূড়ান্ত প্রস্তুতি ত্রিপুরায়

গত ফেব্রুয়ারি মাসে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হন রাকেশ৷ কোকেন কাণ্ডে রাকেশ সিং-এর কলকাতার বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর পরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি৷ তাঁকে বাড়িতে না পেয়ে রাকেশের দুই ছেলেকে আটক করে পুলিশ৷ এর পর গোপন সূত্রে খবর পেয়ে গলসি থেকে রাকেশকে গ্রেফতার করা হয়৷ রাকেশ সিং-এর দুই ছেলে সাহেব এবং শুভম সিং-কেও লালবাজারে নিয়ে গিয়েছিল পুলিশ৷ রাকেশ সিং-এর পরিবারের অভিযোগ ছিল, জোর করে রাকেশ সিং-এর দুই ছেলেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ৷ 

কোকেন কাণ্ডে পামেলা গোস্বামীকে গ্রেফতারের পরেই উঠে আসে রাকেশের নাম৷ পামেলাকে আদালতে তোলার সময় তিনি রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন৷ রাকেশ মাদক পাচারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন৷ পামেলার অভিযোগের ভিত্তিতেই রাকেশকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু তিনি হাজিরা না দিয়ে আগাম জামিনের আর্জি জানান৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + ten =