ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে হেস্টিংসের দফতরে বৈঠকে BJP

ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে হেস্টিংসের দফতরে বৈঠকে BJP

কলকাতা: বিধানসভা ভোটের পর দলের পদাধিকারীদের নিয়ে হিস্টিংসের অফিসে বৈঠকে বিজেপি৷ সকাল ১১টা থেকে শুরু হয়েছে বৈঠক৷ ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েই মূলত বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- নারদ মামলা অন্যত্র সরলে আপত্তি কোথায়? সিঙ্ঘভিকে প্রশ্ন বিচারপতির 

বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে৷ বহু কর্মী এখনও ঘর ছাড়া৷ সেই সকল কর্মীকে কী ভাবে ঘরে ফেরানো যায়, কী ভাবে আক্রান্তদের পাশে দাঁড়ানো সম্ভব, সে সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর৷ পাশাপাশি কর্মীদের মনোবল বাড়ানোর উপরেও জোড় দেওয়া হয়েছে৷ কর্মীদের পাশে থেকে কী ভাবে গোটা রাজ্যে কাজ করা যায় সেই পরিকল্পনাও করা হচ্ছে বলে খবর৷ অর্থাৎ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কী কী পদক্ষেপ করা হবে, আগামী দিন দলীয় কর্মসূচিই বা কী হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে হেস্টিংসে৷  

আজকের বৈঠকে উপস্থিত রয়েছে রাজ্য বিজেপি’র প্রায় সকল পাদাধিকারীই৷ তবে বেশ কয়েকজনের অনুপস্থিতি নজর এড়ায়নি৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ আজ তিনি হেস্টিংসের দফতরে বৈঠকে যোগ দিতে আসেননি এমনকী ভার্চুয়ালিও সভায় যোগ দেননি বলে সূত্রের খবর৷ তাঁর অনুপস্থিতি জল্পনায় নতুন করে ঘৃতাহুতি দিয়েছে৷  

  
অন্যদিকে শুভেন্দু অধিকারীকে দিল্লি তলব করায় তিনিও আসতে পারেননি৷ রাজধানীতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করছেন তিনি৷ এরই ফাঁকে সম্ভব হলে তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- রাজনীতির ময়দান থেকে এবার খেলার মাঠ, রাজ্য সরকারের কর্মসূচিতে ‘খেলা হবে’

এদিকে, বৈঠক শুরুর আগে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছিলেন, ‘‘রাজ্যে হিংসা চলছে৷ নতুন সরকার গঠনের পরেও হিংসা বন্ধ হচ্ছে না৷ এর জন্য বিভিন্ন কমিশনের পাশাপাশি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও গিয়েছি৷ এর পরেও সরকার হিংসার কথা স্বীকার করেনি৷ হিংসা বন্ধও হয়নি৷ সরকার শান্তি চায় না৷ ’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =