মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত BJP বিধায়কের, দেবীপক্ষের শুরুতেই যোগ দেবেন তৃণমূলে

মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত BJP বিধায়কের, দেবীপক্ষের শুরুতেই যোগ দেবেন তৃণমূলে

কলকাতা:  মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস৷ মস্তক মুণ্ডন করে আদি গঙ্গার জলে স্নান করে প্রায়শিত্ত করলেন তিনি৷ কিন্তু কীসের প্রায়শ্চিত্ত? আশিসবাবু জানালেন, বিজেপি’তে যোগ দিয়ে ভুল করেছিলেন৷ তাই এই প্রায়শ্চিত্ত৷  

আরও পড়ুন- ‘পাতা’ খাচ্ছে ছেলে-মেয়েরা, দেখলে রবীন্দ্রনাথ সুইসাইড করতেন! বিশ্বভারতী প্রসঙ্গে অনুব্রত

জানা গিয়েছে, শনিবার তৃণমূল ভবনে গিয়েছিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক৷ সেখানে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন তিনি৷ ত্রিপুরার যে সকল নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আশিস দাস৷ আগামীকালই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর৷   

২০১৩ সালে বিজেপি’তে যোগ দিয়েছিলেন আশিস দাস৷ তাঁর কথায়, গত ৮ বছরে ত্রিপুরায় বিজেপি’ অবস্থা কিছুটা বদল হয়েছে৷ ত্রিপুরায় গণতান্ত্রিক লড়াই হচ্ছে না৷ সে কারণেই তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আজ কালীঘাট মন্দিরের রাসমণি ঘাটে যজ্ঞও করেন তিনি৷ তার পরেই মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করেন৷ ইতিমধ্যেই তৃণমূলের দুই শীর্ষ নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তবে শুধু আশীস দাস নন৷ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন আরও কিছু বিজেপি নেতা৷ 

আশিস দাস বলেন, দলে থেকেও একাধিকবার দলের অবস্থানের বিরোধিতা করেছেন৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ তবে কেন কালীঘাটে এলেন তিনি? আশিস দাস বলেন, আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে৷ এখানে আদি গঙ্গা রয়েছে৷ এটাকে অন্যতম পূণ্যতীর্থ হিসাবে ধরা হয়৷ সে কারণেই তিনি কালীঘাটকে বেছে নিয়েছেন৷ 

সাংবাদিকদের মিখোমুখি হয়ে আশিস দাস বলেন, ‘‘ত্রিপুরায় অরজকতা চলছে৷ দল, প্রশাসন এবং সংগঠনের উর্ধে উঠে মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি নিয়েছি৷ তবে বাবা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ছেলেরা তো খারাপ হবেই৷ এক্ষেত্রে শুধু বিপ্লব দেবের দোষ নয়, কেন্দ্রীয় নেতৃত্বরা পতিনিয়ত রাজ্যে যাচ্ছে৷ কিন্তু সমস্যা সমাধানের জন্য তাঁরা যাননি৷ তাঁরা সমস্যাকে বাড়িয়ে দিয়েছেন৷ ’’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =