দুর্যোগ মোকাবিলায় পথে নেমেছেন BJP বিধায়করা? কড়া পদ্ম-নজর!

দুর্যোগ মোকাবিলায় পথে নেমেছেন BJP বিধায়করা? কড়া পদ্ম-নজর!

কলকাতা: যশের প্রভাবে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি৷ সকাল থেকে মুখ ভার আকাশের৷ বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি৷ অন্যদিকে ঘূ্র্ণিঝড়ে বিধ্বস্ত বাংলার উপকূলীয় এলাকা। আর এই চরম পরিস্থিতিতে এবার ক্ষতিগ্রস্ত জেলাগুলির দলীয় বিধায়কদের গতিবিধির উপর কড়া নজর রাখলেন বিজেপি নেতৃত্ব৷

বিজেপি সূত্রে খবর, এই দুর্যোগে দলীয় বিধায়কদের প্রত্যেকেরই কাজ করতে হবে৷ আর সেই কাজে কতটুকু বাস্তবে রূপ পেল, তারই তদারকি চলছে সকাল থেকেই৷ নবান্ন তরফে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানান, শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন৷ এমনকি সরকার তরফে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছে রাজ্য সরকার৷ বেশ কয়েক দিন আগেই বিজেরি সভাপতি জেপি নাড্ডা বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে যশ মোকাবিলায় স্পষ্ট নির্দেশ দেন৷ এমনকি মঙ্গলবারও বিজেপি নেতাদের সঙ্গে যশ নিয়ে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করেন দিলীপ ঘোষ৷

আজ সকাল হতেই বেশ কিছু জায়গায় সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে বিজেপি নেতাজ-কর্মীদের৷ ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এবং দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার বিশ্বাস এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছনোর ব্যবস্থা করেন। তেমন অন্যদিকে আজই খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক ঘুর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজে এলাকার মানুষকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। আশা করা হচ্ছে আগামী দিনেও এভাবে রাজ্যের এই বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বিজেপির রাজ্য স্তরের সকল নেতারা। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + five =