কলকাতা: করোনা পরবর্তী সময়ে বাংলায় এখন নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস। ইতিমধ্যেই এর সংক্রমণে একাধিক শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছে বঙ্গে। আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দফতর সম্প্রতি নয়া গাইডলাইন প্রকাশ করেছে। হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ইস্যুতে নতুন অভিযোগ করেছেন। তাঁর নিশানায় রাজ্য সরকার।
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসের দোসর হচ্ছে নিউমোনিয়া! শিশুদের নিয়ে চিন্তা বৃদ্ধি
উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে অ্যাডিনোভাইরাস রোগ মোকাবিলায় কোনও পরিকাঠামো নেই বলে অভিযোগ জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, রোগ নির্নয়ে সেখানে কোনও পরীক্ষাগার নেই। পাশাপাশি এই রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি নমুনা সংগ্রহ করে তা কলকাতায় পাঠিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় পিকু বেডের ব্যবস্থা করা ও পর্যাপ্ত টেস্ট কিট পাঠানোর আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো ভাইরাস থেকে কত সুরক্ষিত বড়রা? How safe are adults from adenovirus?” width=”835″>
এদিকে স্বাস্থ্য ভবন নতুন গাইডলাইনে জানিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে হবে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা। এছাড়া ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে জরুরি অবস্থার কথা ভেবে। রাজ্যের প্রতিটি স্তরের হাসপাতালগুলি পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, আশা ও অঙ্কনওয়াড়ি কর্মীদের দিয়ে সাধারণের মধ্যে অ্যাডিনো ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি অভিযান চালাতে হবে।