কলকাতা: কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্নায় বসলেন বিজেপির মহিলা বিধায়কেরা। যার নেতৃত্বে রয়েছেন বিজেপি বিধায়ক তথা মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল৷ তাঁদের দাবি, রাজ্যে সন্ত্রাস চলছে। অবিলম্বে পদক্ষেপ করা হোক৷ এদিকে, চোপড়ার ঘটনায় নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷
কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহে শিরোনাম কেড়েছে চোপড়া৷ রবিবার দুপুরে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন তৃণমূলের চোপড়ার নেতা তাজম্মুল ওরফে জেসিবি। সেখানে দেখা যায়, মাটিতে লুটিয়ে পরা মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে ফের মাটিতে ফেলা হচ্ছে। আবারও শুরু হচ্ছে মার। এই দুই ঘটনার প্রতিবাদ জানিয়েই ধর্নায় বসলেন অগ্নিমিত্রারা৷