‘রাম-বিরোধী মমতা একদিন হারিয়ে যাবেন’, মমতার সঙ্গে পাক যোগ দেখছেন অর্জুন

‘রাম-বিরোধী মমতা একদিন হারিয়ে যাবেন’, মমতার সঙ্গে পাক যোগ দেখছেন অর্জুন

কলকাতা: মহা সামারোহে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো হচ্ছে৷ কিন্তু এই পরিস্থিতি বাংলাজুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার৷ আর তাতেই বেজায় ক্ষেপেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ একদা তিনিই ছিলেন শাসক তৃণমূল নেতা৷ ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখানো সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে৷ মুখ্যমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যোগ রেখে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার পরিকল্পনা করছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করেছেন৷’’

এখানেই থেমে থাকেননি অর্জুন৷ জানিয়েছেন, মানুষের যখন রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়, তখন মানুষ ভুলভাল কাজ করেন৷ ভুলভাল মন্তব্য করেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে৷ তা তিনি বুঝতে পারছেন৷ তাই তিনি এই ধরনের কাজ করছেন৷ তিনি মন্তব্য করেন, রাজ্য সরকার একাধিকবার লকডাউনের দিন পরিবর্তন করেছে৷ লকডাউনের এই দিনটি পরিবর্তন করতে পারত রাজ্য সরকার৷ কিন্তু তা করেলেন না৷ একসময় সিপিএমের মৃত্যুঘণ্টা বাজিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন৷ রামমন্দ্রের ভূমিপুজোর দিন লকডাউন ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক কেরিয়ারে মৃত্যু ঘণ্টা বাজালেন, মন্তব্য অর্জুনের৷

বিজেপি সাংসদের মন্তব্য, আজ একটা ঐতিহাসিক দিন৷ ইতিহাস সাক্ষী রয়েছে গোটা দেশ৷ যারা রামমন্দিরের বিরোধিতা করেছেন, তাঁরা হারিয়ে গিয়েছেন৷ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, উত্তর প্রদেশের সিং হারিয়ে গিয়েছেন৷ ভূমিপুজোর দিন লকডাউন ডেকে রামমন্দিরের বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদিন তিনিও হারিয়ে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 1 =