পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূল নেতা খুনের ঘটনায় বলছে বিজেপি

পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূল নেতা খুনের ঘটনায় বলছে বিজেপি

কলকাতা: তৃণমূল কংগ্রেসের হিন্দি সংগঠনের নেতা রনজয় শ্রীবাস্তব খুন হয়েছে। বোমা-গুলি মেরে খুন করা হয়েছে তাঁকে। এই নিয়ে খড়দহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য, একই সঙ্গে রাজ্যে আবার হিংসার ঘটনা ঘটায় রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল-বিজেপি কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপিকে সম্পূর্ণ দোষারোপ করেছেন ঘাসফুল শিবির, তবে বিজেপি সব অভিযোগ নস্যাত করে দিয়েছে। তৃণমূলের বক্তব্য, এই ঘটনার পেছনে রয়েছে বিজেপি। কিন্তু গেরুয়া বাহিনীর পক্ষে দাবি করা হচ্ছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয়। বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিংহ এমন দাবি করেছেন। 

আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের হিন্দি সংগঠনের নেতা রনজয় শ্রীবাস্তব যখন বাড়ি ফিরছিলেন তখন খড়দহের বড়পট্টি এলাকায় তার গাড়ি লক্ষ্য করে হঠাৎ কয়েক জন দুষ্কৃতী বোমা ছুড়তে থাকে এবং তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অতর্কিতে এই হামলা হাওয়ায় কিছুই করার ছিল না ওই নেতার। গলার কাছে গুলি লাগলে হু হু করে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা দৌড়ে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে খড়দহ থানার পুলিশ। রাতেই তদন্ত শুরু হয় এবং সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘটেছে নাকি ব্যক্তিগত আক্রোশ সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fifteen =