অভিষেককে পরামর্শ দিয়ে বিতর্ক বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি

অভিষেককে পরামর্শ দিয়ে বিতর্ক বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি

কলকাতা ও খড়দহ: খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার মৃত্যুর ঘটনায় আদতে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারই পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রীতিমতো কটাক্ষের সুরে অভিষেককে পড়াশোনা করার পরামর্শ দিলেন তিনি৷

চলতি সপ্তাহেই গোটা ভারতবর্ষজুড়ে ১০০ কোটি ভ্যাকসিনেশন সম্পূর্ণ করে টিকাকরণের নিরিখে বিশ্বে চিনের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত৷ সেই সূত্রে রবিবাসরীয় সকালে কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালের ডাক্তার-নার্সদের সংবর্ধনা জানাতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই অভিষেক প্রসঙ্গে তীব্র কটাক্ষের সুরে সুকান্তকে বলতে শোনা যায়, ‘‘ দুর্গাপুজোর পর রাজ্যে করোনা বেড়েছে৷ অথচ এখন রাজ্যে কোনও কেন্দ্রীয় নেতা আসেননি৷ তাহলে এই ধরনের অবৈজ্ঞানিক কথা বলার অর্থ কি? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত পড়াশোনা করা।”

শনিবার খড়দহ প্রচারে গিয়ে অভিষেক দাবি করেছিলেন, কমিশন আট দফায় ভোট করার ফলে করোনার সংক্রমণ বেড়েছিল৷ তাই নিজের জয় দেখে যেতে পারেননি জয়ী বিধায়ক কাজল সিনহা৷ তাঁর দাবি, ‘‘কম দফায় ভোট হলে এই মৃত্যু হত না৷’’ তারই পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেককে পড়াশোনার কথা বলে আদতে তার শিক্ষাগত যোগ্যতা নিয়েই বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুললেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷ স্বভাবতই, এহেন প্রতিক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া৷ যদিও অফিসিয়ালি এবিষয়ে তৃণমূলে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =