সব নজর ঘোরানোর চেষ্টা! দেশের নাম বদল ইস্যুতে তোপ অভিষেকের

সব নজর ঘোরানোর চেষ্টা! দেশের নাম বদল ইস্যুতে তোপ অভিষেকের

কলকাতা: দেশের নাম পরিবর্তন করা হচ্ছে, এই ধারনা তৈরি হয়েছে দেশবাসীর একাংশের। সাম্প্রতিক সময়ে যেভাবে একাধিক জায়গায় ‘ইন্ডিয়া’ নামের বদলে ‘ভারত’ নাম ব্যবহার করা হচ্ছে তাতে সন্দেহ বাড়ছে। যদিও সরকার পক্ষের তরফেই জানানো হয়েছে, এমন কোনও কিছুই ঘটছে না, সবই গুজব। কিন্তু রাজনৈতিক আলোচনা থামছে না। মঙ্গলবার থেকে এই নিয়ে গর্জে উঠেছে কংগ্রেস শিবির। মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ এই নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে একহাত নিলেন তিনি। 

প্রকৃত বিষয়গুলি থেকে নজর ঘোরানোর আরও একটি চেষ্টা! দেশের নাম বদলের বিষয় নিয়ে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ”ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক আসলে বিজেপির তৈরি। এইসব নিয়ে মাথা না ঘামিয়ে বিজেপিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, বেকারত্ব এবং সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করতে হবে। তাদের ডবল ইঞ্জিন দেশভক্তিকে শূন্য করতে হবে।” উল্লেখ্য, সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি এই নাম পরিবর্তন নিয়ে। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের যে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন, তার আমন্ত্রণ পত্রে ‘ইন্ডিয়া’ নয়, লেখা আছে ‘ভারত’। অন্যদিকে, বিজেপি নেতা সম্বিত পাত্র নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথি প্রকাশ করেছেন, সেখানে লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’।

    

যদিও গোটা ইস্যু নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন বলেন, ইন্ডিয়া মানেই ভারত। সংবিধানে তেমনটাই উল্লেখ করা রয়েছে। সেই সঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে সংবিধান পড়ার অনুরোধ জানান তিনি। নাম বদল ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। তিনি বলেন, ‘ইন্ডিয়া’র নাম পালটে দেশের নাম ‘ভারত’ করার হবে বলে যে আলোচনা চলছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *