কলকাতা: রাজ্যের অ্যাডিনোভাইরাস পরিস্থিতি দিনদিন আরও খারাপের দিকেই যাচ্ছে। সংক্রমণ তো বাড়ছেই, শিশুর মৃত্যুর খবরেও বৃদ্ধি ঘটছে। এই অবস্থায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে, তারা এই বিষয় নিয়ে কী ভাবছে তাই জানতে চাইল বিজেপি। রাজ্যে অ্যাডিনো পরিস্থিতি নিয়ে সরকারের বিবৃতি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন- কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম! নিয়োগ দুর্নীতিতে ডাক পড়ল টলি অভিনেতা বনির, টাকা কি পেয়েছেন?
এদিন বিধানসভায় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারপক্ষের বিবৃতি দাবি করেন তখন তাঁকে জানান হয়, মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন, তিনি সেদিন সদনে ছিলেন না। তবে এই জবাবে কিছু আসে-যায়নি। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এই অভিযোগ করে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকে, রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে বিধানসভার বাইরে। মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পরেও কী ভাবে রাজ্যে এত শিশুর মৃত্যু হচ্ছে, কেন কোনও বাড়তি পদক্ষেপ করা হচ্ছে না, তাই জানতে চাইছে বিজেপি শিবির।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন! IMA advises citizens to not take antibiotics” width=”853″>
আতঙ্কের বিষয় হল, অ্যাডিনোভাইরাসের কারণে রাজ্যে বিসি রায় হাসপাতাল, কলকাতা মেডিক্যাল-সহ বেশ কয়েকটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও শিশু মৃত্যুর খবর এসেছে। তাই আশঙ্কা যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য। অ্যাডিনোভাইরাসের পাশাপাশি নিউমোনিয়া নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যে। এখন বিষয়টি রাজনৈতিক ক্ষেত্রেও ঢুকে পড়েছে। যদিও সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, অযথা আতঙ্কের কিছু নেই, সাবধানে থাকতে হবে।
