‘সরাসরি মুখ্যমন্ত্রী’ বন্ধ করতে হবে! নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ বন্ধ করতে হবে! নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

কলকাতা: আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি চালূ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে প্রত্যক্ষভাবে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু এই কর্মসূচি বন্ধ করতে উদ্যত হয়েছে বিজেপি। তারা এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। শুধু কর্মসূচি বন্ধ করা নয়, রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানিয়েছে তারা। 

 গত বিধানসভা ভোটের দু’বছর আগে চালু হয়েছিল ‘দিদিকে বলো’! সেই ফোন নম্বরেই এখন চালু হয়েছে এই কর্মসূচি। তাই বিজেপির অভিযোগ, দলীয় কর্মসূচিতে তৃণমূলের তরফে যে নম্বর ব্যবহার করা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতেও সেই ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টি ভোটারদের ওপরে প্রভাব ফেলতে পারে। তাই এই কর্মসূচি বন্ধ করা হোক। এদিন বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানাতে যান দলের দুই নেতা শিশির বাজোরিয়া এবং লোকনাথ চট্টোপাধ্যায়। আগেই অবশ্য তারা দাবি করেছিল, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভেঙে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি চালানো হচ্ছে।