তৃণমূলের হয়ে কুৎসা করেছি, ‘ভুল স্বীকার’ করে টোটোয় প্রচার বিজেপি কর্মীর

তৃণমূলের হয়ে কুৎসা করেছি, ‘ভুল স্বীকার’ করে টোটোয় প্রচার বিজেপি কর্মীর

কলকাতা: একুশের নির্বাচনে বিজেপি’র বিপর্যয়ের পর থেকেই রাজনীতির আঙিনায় উল্টো স্রোত বইতে শুরু করেছে৷ বহু দলবদলু তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছে৷ কিন্তু এমন ঘটনা বেনজির৷ বিজেপি করার জন্য ক্ষমা চেয়ে টোটোয় চেপে প্রচার করলেন দলের বুথ সভাপতি৷ বীরভূমের লাভপুরের ঘটনা৷ বিজেপি কর্মীর এই কাণ্ডে হতবাক গ্রামবাসী৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে হেস্টিংসের দফতরে বৈঠকে BJP

গ্রামের পথে রীতিমতো টোটো নিয়ে প্রচারে নামেন বিজেপি’র বুথ সভাপতি৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘মিথ্যে প্রচার করে গ্রামে উত্তেজনা ও গন্ডোগোল সৃষ্টি করেছিলাম৷ যা ছিল ভিত্তিহীন ও সর্বৈবভাবে মিথ্যে৷ এর জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইছি এবং শপথ করছি এই ধরনের মিথ্যে প্রচার ভূবিষ্যতে আর কোনও দিন করব না৷’’ তিনি আরও বলেন, ‘‘গ্রামবাসীদের কাছে ভুল স্বীকার করে মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আবেদন রাখছি আমরা যেন মা মাটি মানুষ সরকারের উন্নয়নে সামিল হতে পারি৷ আমরা যেন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারি৷’’ 

বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় বিজেপি নেতৃত্বের৷ স্থানীয় নেতার কথায়, এই বিষয়টি নিয়ে দলীয় ভাবে আলোচনা করা হবে৷ তবে লাভপুর ও নানুরের বুকে আজ গণতন্ত্র নেই৷ মানুষের বাক স্বাধীনতা নেই৷ মানুষ ঘর থেকে বেরতে পারছে না৷ তৃণমূল না করলে কোনও কিছুতেই অংশ নেওয়া যাবে না৷ ওই নেতার অভিযোগ, সামাজিক বয়কটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই অবস্থার মধ্যে বিজেপি’র নীচুতলার কর্মীরা প্রাণ ও জীবন জীবিকা বাঁচাতে তৃণমূলের হয়ে কাজ করার কথা বলতে বাধ্য হচ্ছে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =