ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে নালিশ! দুই মন্ত্রীকে নজরবন্দি করার আর্জি BJP-র

ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে নালিশ! দুই মন্ত্রীকে নজরবন্দি করার আর্জি BJP-র

কলকাতা:  সকাল ৭টা থেকে রাজ্যের ৩টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ৷ এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ পর্ব৷ তবে কিছু বিক্ষিপ্ত অভিযোগ সামনে এসেছে৷ রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ 

আরও পড়ুন- গুরুত্ব অনুযায়ী ভোট পড়ছে না ভবানীপুরে, মানুষ ভোট বয়কট করছে, দাবি শ্রীজীবের

গেরুয়া প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, সুব্রত মুখেপাধ্যায় ও ফিরহাদ হাকিম নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন ও তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ অন্যদিকে, কিছুক্ষণ আগে একটি টুইট করেন ফিরহাদ হাকিম৷ তিনি লেখেন, উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে ভবানীপুরের মানুষ ভোট দিন৷ এটাকেই হাতিয়ার করেছে বিজেপি৷ তাদের বক্তব্য, এই আবেদনের অছিলায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম৷ পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে প্রভাবিত করার কাজ চালিয়ে যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়৷ 

তবে শুধু অভিযোগ জানিয়েই খান্ত হয়নি পদ্মশিবির৷ তাঁদের দাবি, রাজ্যের দুই মন্ত্রীকে বিধানসভা কেন্দ্রের বাইরে নির্দিষ্ট কোনও জায়গায় নজরবন্দি করা হোক৷ ভোট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের নজরবন্দি রাখার আর্জি জানানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =