কাঁকিনাড়া: বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং অনেক জায়গা থেকেই পরপর বোমা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এবার আবার উদ্ধার হল বোমা, যদিও তা থেকে বিস্ফোরণ হয়েছে। এবার জায়গা হল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। ২৮ নম্বর এবং ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন- স্বেচ্ছামৃত্যুর আবেদন করছেন তৃণমূল বুথ সভাপতি! কেন
জানা গিয়েছে, রেল লাইনের ওপর একটি পরিত্যক্ত লেডিজ ব্যাগে ছিল এই বিস্ফোরক। কিন্তু তা প্রথমে স্বাভাবিকভাবেই বোঝা যায়নি। পরিত্যক্ত এই ব্যাগ পেয়ে রেললাইনের ধারে রেলকর্মীরা কাজ করতে করতে তা দূরে ছুড়ে ফেলে দেন সেটা খালি আছে বলে। তবে ফেলা মাত্রই তা ফেটে যায়! বিকট শব্দ হওয়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। তবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। আচমকা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই বিস্ফোরক রেখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর গোটা বীরভূম জেলা জুড়ে তল্লাশিতে একাধিক বোমা উদ্ধার হয়েছিল। উত্তর ২৪ পরগনায়ও বিভিন্ন সময়ে বোমা মিলেছে। ভাটপাড়া, জগদ্দলের মতো এলাকা থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। এবার এই তালিকায় সামিল হল কাঁকিনাড়া। কার্যত জেলায় জেলায় বিস্ফোরক উদ্ধার হচ্ছে। কিন্তু কোথা থেকে আসছে এত বিস্ফোরক? প্রশ্ন থাকলেও উত্তর এখনও নেই।