ভয়াবহ বিস্ফোরণে মৃত শিশু! আবারও উত্তাপ বাড়ল বাংলায়

ভয়াবহ বিস্ফোরণে মৃত শিশু! আবারও উত্তাপ বাড়ল বাংলায়

মালদহ: রামপুরহাটের বগটূই গ্রামের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বাংলায়। এরই মাঝে বিস্ফোরণের ঘটনা ঘটে গেল মালদহের কালিয়াচকে। সেই নিয়ে নতুন করে চাপানউতোর। মর্মান্তিক খবর হল এই যে, এই বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই শোনা গিয়েছে। মনে করা হচ্ছে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

 মালদহ জেলার কালিয়াচকে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াগ্রামে হাবিবুর শেখ নামের একজনের বাড়িতে এই ঘটনা হয়েছে। । পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই ছিল তিন বছরের শিশু। আগুন পুড়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে বাঁচানো যায়নি। যখন এই এই ঘটনা ঘটে তার ঠিক আগেই ওই শিশুর পিসি তার সঙ্গে রান্নাঘরে ছিল। তিনি বেরিয়ে আসতেই এই ঘটনা হয় বলে জানা যায়। কোনও ভাবে গ্যাস সিলিন্ডার ফেটে যেতেই আগুনে পুড়ে যায় ওই শিশু। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির এক পাশের দেওয়াল ফেটে গিয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা খতিয়ে দেখার চেষ্টা করছে যে আদৌ সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে কিনা। কারণ স্থানীয় বাসিন্দাদের দাবি, সিলিন্ডার নয়, বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদি সত্যি বোমা ফেটে বিস্ফোরণ হয় তাহলে সেই বোমা কোথা থেকে এল বা আর কোনও বোমা আছে কিনা সেই ব্যাপারে খোঁজ নিতে হবে। তাই বেশ তৎপরতার সঙ্গেই শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =