‘বন্ধু’র ডাকে বাংলায় আসছেন মিকা, মুখে ‘খেলা হবে’ স্লোগান

‘বন্ধু’র ডাকে বাংলায় আসছেন মিকা, মুখে ‘খেলা হবে’ স্লোগান

কলকাতা:  একুশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক উষ্ণতা বাড়িয়েছিল ‘খেলা হবে’ স্লোগান৷ এই স্লোগান শোনা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রীর মুখেও৷ এই স্লোগান শোনা যায় শিল্পীদের কন্ঠেও৷ জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের পর এবার ‘খেলা হবে’ স্লোগান শোনা গেল মিকা সিং-এর মুখে৷ শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছের বন্ধু বলেও উল্লেখ করেছেন গায়ক৷ আপাতত ফেসবুকে ভাইরাল সেই ভিডিয়ো৷ 

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি ‘সর্বনাশা’, প্রত্যাহারের দাবিতে যাবে রাজ্যপালের কাছে স্মারকলিপি

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং। সেখানে তাঁকে বাংলায় বলতে শোনা যায়, “নমস্কার, হ্যালো কলকাতা, কেমন আছ? কেমন আছ ডায়মন্ড হারবার? আমি আপনাদের কাছে ১০ ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওঁর এলাকায় অনুষ্ঠান, আপনারাও আসুন। খেলা হবে।” প্রসঙ্গত, ফি বছর ডায়মন্ড হারবারে এমপি কাপ প্রতিযোগিতার আয়োজন করেন সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও ব্যতিক্রম ঘটেনি। ওই প্রতিযোগিতা উপলক্ষেই আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠান করবেন মিকা সিং। অনুষ্ঠানের আগে সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন বলিউডি গায়ক।   

আগামী ৩০ ডিসেম্বর মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে এমপি কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ওই দিন স্টেডিয়ামে বসবে চাঁদের হাট৷ প্রতিযোগিতার সংগঠক জাহাঙ্গির খান জানিয়েছেন, ডায়মন্ড হারবার লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল এমপি কাপে অংশ নিতে চলেছে। স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ বাড়িয়ে বিভিন্ন দলের হয়ে মাঠে নামবেন বিশিষ্ট ফুটবলাররাও। মাঠে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা৷ সেই তালিকাতেই এবার জুড়ল মিকা সিংয়ের নাম।

প্রসঙ্গত, ২০১৭-য় প্রথম এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কোভিডের কারণে গতবছর এমপি কাপ বন্ধ রাখা হয়। তবে এবার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সুরক্ষাবিধি মেনেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ফুটবল প্রতিযোগিতা৷ উদ্বোধন করবেন অভিষেক৷ সেখানে সোনু নিগমের গান গাওয়ার কথা থাকলেও তিনি আসতে না পারায় নিয়ে আসা হচ্ছে মিকা সিংকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =