মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়েই তৎপর পুলিশ, রাতারাতি বীরভূম থেকে উদ্ধার ২০০টি তাজা বোমা

মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়েই তৎপর পুলিশ, রাতারাতি বীরভূম থেকে উদ্ধার ২০০টি তাজা বোমা

বীরভূম: বগটুই-কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতি৷  বগটুই জুড়ে আতঙ্কের আবহে বৃহস্পতিবার  ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  সেখানে দাঁড়িয়েই রাজ্য পুলিশের ডিজি-কে তিনি নির্দেশ দেন, ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে৷ পাশাপাশি গোটা বাংলা জুড়ে তল্লাশি চালিয়ে সমস্ত অস্ত্র-বোমা খুঁজে বার করতে হবে৷ সেই নির্দেশ পেয়েই রাতারাতি অভিযানে নামে পুলিশ৷ বীরভূম থেকে প্রায় ২০০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।  বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছ থেকে এই বোমা উদ্ধার করা হয়। ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি রাখা রয়েছে বলে খবর। গতকাল মাড়গ্রাম থানার পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিষ্ক্রীয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

আরও পড়ুন- বগটুই-কাণ্ডে CBI-কে বিশেষ ক্ষমতা হাই কোর্টের, সন্দেহভাজনদেরও নেওয়া যাবে হেফাজতে

আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে অভিযান চালাবে পুলিশ৷ সেই উদ্দেশেই পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি আগামী ১০ দিনের জন্য রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটিও বাতিল করা হয়েছে৷ রাজ্যে কোণায় কোণায় চলবে বোমা এবং বেআইনি অস্ত্র ভাণ্ডারের তল্লাশি৷ যে সব থানায় এহেন অভিযোগ বেশি, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের। সেই রিপোর্ট যাবে সোজা নবান্নে৷

বগটুইতে গিয়েই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বগটুই ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই আনারুলকে গ্রেফতার করে পুলিশ। তবে এদিন পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, একজন খুন হয়ে গিয়েছে৷ এর পর এসডিপিও-র উচিত ছিল সতর্কতা অবলম্বন করা৷ এই গ্রামে আগেও অনেক খুন হয়েছে৷ এর পরেও এসডিপিও তাঁর  দায়িত্ব পালন করেননি৷ একই ভাবে আইসি-ডিআইবি নিজেদের দায়িত্ব পালন করেননি৷ মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, যারা যারা দায়িত্ব পালন করেননি এবং এমন ঘটনা ঘটছে শুনেও পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি, তাদের কঠোর শাস্তি চাই৷ এমন ভাবে মামলা সাজাতে হবে যাতে জামিন না পায়৷ খুনের ঘটনা যেমন খারাপ, পুড়িয়ে মারার ঘটনাও অত্যন্ত নিন্দনীয়৷