কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যে আলাপচারিতা ছিল, সম্পর্ক ছিল তা স্বীকার করে নিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এমনকি এও জানিয়েছেন যে, হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে তিনি টাকা পেয়েছেন। কিন্তু ঠিক কত টাকা? বনির প্রযোজনা সংস্থাতেও কি কুন্তলের টাকা ঢোকানো আছে? এই সব প্রশ্নের উত্তর অভিনেতার থেকে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- দিল্লিতেও অনুব্রতকে লক্ষ্য করে ‘গরুচোর’ স্লোগান, অস্বস্তিতে তৃণমূল নেতা
বনি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, পাঁচ বছর আগে একটি গাড়ি কিনেছিলেন তিনি। উনি (কুন্তল) তাঁকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। অভিনেতার কথায়, কুন্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর ২০১৭ সালে তাঁকে গাড়ি কিনতে টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। তবে তাঁর ইভেন্টে যে কাজ করেছিলেন তিনি তার পারিশ্রমিক হিসেবে টাকা নিয়েছেন বলেও বলতে শোনা যায় বনিকে। এদিকে ঠিক কত টাকা নিয়েছিলেন তিনি কুন্তলের থেকে তা পরিষ্কার করে না বললেও ৩৫-৪০ লক্ষ টাকা নিয়েছেন তা আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন অভিনেতা। যদিও বনি দাবি করেছেন, তাঁর প্রযোজনা সংস্থায় কুন্তল ঘোষের কোনও টাকা নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ছ’দিনে সাড়ে ছয় কোটি! Anubrata Mondal purchased Rs 6 crore property in 6 days” width=”560″>
তাহলে গাড়ির টাকা কি নগদে হাতে পেয়েছিলেন বনি? অভিনেতা জানান, কুন্তল তাঁকে নগদ টাকাই দিতে চেয়েছিলেন কিন্তু তা তিনি নেননি। বরং গাড়ি কেনার জন্য যে অ্যাকাউন্ট ছিল তাতেই ট্রান্সফার করতে বলেছিলেন তিনি। একই সঙ্গে এই বিষয়টাও বনি স্পষ্ট করে দেন যে, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও রকম কোনও সম্পর্ক নেই।