কলকাতা: অল্প কিছুদিনের মধ্যে আবার একই ঘটনা ঘটল শহরে। দ্বিতীয় হুগলি সেতু থেকে ফের ঝাঁপ দিল এক ব্যক্তি। জানা গিয়েছে, শনিবার সকালে বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দিয়েছে ২৫ বছরের এক যুবক। তাকে উদ্ধার করার কাজ এখনও চলছে বলেই খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি। কেন যুবক এই কাজ করল তাও বুঝে উঠতে পারছে না কেউই। গত মাসে একই রকম ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইক করে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিল ওই যুবক। আচমকা বাইক থামিয়ে সে রেলিঙের ধারে চলে আসে। এরপর রেলিং ধরে কিছু ক্ষণ ঝুলন্ত অবস্থায় ছিল সে। সেই সময়ে আশেপাশে যারা ছিল বা যাচ্ছিল তারা ওই যুবককে দেখতে পেয়ে তাকে বোঝানোর জন্য এগিয়ে আসে। খবর দেওয়া হয় হেস্টিংস থানাতেও। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, তারাও যুবককে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। পুলিশের সঙ্গে কথোপকথনের মধ্যেই আচমকা সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেয় ওই যুবক। শেষ পাওয়া খবর অনুযায়ী তাকে খোঁজার কাজ চলছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মার্চেই ৩৫ ডিগ্রি গরম! Maximum temperature to exceed 35 degrees Celsius in March” width=”560″>
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই যুবকের বাড়ি কাঁকুড়গাছি এলাকায়। অনুমান করা হচ্ছে, পারিবারিক কোনও ঝামেলার কারণে এমন কাজ করেছে সে। তবে তার মানসিক কোনও সমস্যা আছে কিনা তা নিয়েও নিশ্চিত হতে চাইছে পুলিশ। উল্লেখ্য, গত মাসে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক যুবক দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল।